বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য
দিয়ে ১৯৮৫ সালের ১০ জানুয়ারি গঠিত হয়।

দলটি স্বৈরাচার বিরোধী আন্দোলন, গোলাম আজমের নাগরিকত্ব সংক্রান্ত গণআদালত ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গড়ে ওঠা ৯২’র আন্দোলনসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে নেতৃত্বমুলক ভুমিকা পালন করে। এছাড়াও যেসব আন্দোলনে নেতৃত্বমুলক ভুমিকা পালন করে তার মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ধর্ষণ বিরোধী আন্দোলন’, ওসমানী উদ্যানের গাছ রক্ষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুননাহার হলে পুলিশী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, ফুলবাড়ির  উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলন, টিপাইমুখ বাধ বিরোধী আন্দোলন, ওয়ান ইলেভেনের ২০-২২ আগষ্টের ছাত্র আন্দোলন, ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক সান্ধ্য কোর্স ও বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলন, কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের আন্দোলন এবং ‘টিকফা’ চুক্তির বাতিলে দাবি তে অনুষ্ঠিত গণ আন্দোলন।

জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা, সকলের জন্য ঘুষ তদবির ও দুর্নীতিমুক্ত চাকরির দাবি ও ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাক নিয়ে ২০২২ সালের ৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপী ত্রয়োদশ (১৩তম)কেন্দ্রীয় সম্মেলনে মশিউর রহমান খান রিচার্ড’কে সভাপতি ও সৈকত আরিফ’কে সাধারণ সম্পাদক করে ২৩সদস্য বিশিষ্ট বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়।